বিশিষ্টজনদের সঙ্গ🍒ে কয়েক দফা আলোচনা শেষে বুধবার বৈঠক করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। তবে এ বৈঠক থেকে কমিটির কার্যক্রমের অগ্রগিত নিয়ে নতুন কোনো তথ্য আসেনি। শুধু কমিটির অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্ক꧒ার) সামশুল আরেফিন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসে সার্চ🎐 কমিটি। পরে সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)🧜।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, “নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির অনুসন্ধান অব্যাহত রয়ে🎉ছে। আগামী শনিবার সকাল ১১টায় আবার বৈঠকে বসবে কমিটি।”
এ সময় নির্বাচন কমিশন গঠনে নাম বাছাইয়ে কারা এগিয়ে আছেন, তাদের যোগ্যতার মানদণ্ড কী হবে, কারও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত চাওয়া𓃲 হয়ে🥃ছে কি-না- এসব প্রশ্নের কোনও উত্তর দেননি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত সার্চ ক💙মিটিতে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে কয়েকজন বিশিষ্ট নাগরিক তাদের নাম বাদ দিতে আবেদন করেছেন এ প্রসঙ্গে সামশুল আরেফিন বলেন, “বৈঠকে এ বিষয়ে কোনো স﷽িদ্ধান্ত নেয়া হয়নি।”
এছাড়া ৩২২ জনের তালিকা থেকে বাছাই করে ছোট করা হয়েছে কিনা জা🍒নতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এ বিষয়ে আমি কিছু বলবো না। আপাতত আর কোনো বিষয়ে কথা বলতেও আমি ইচ্ছুক নই। অনুসন্ধান অব্যাহত আছে।”
এছাড়া বাছাই প্রক্রিয়ার সংখ্যা বা ম💙ানদণ্ডের বিষয়ে🎃 মন্ত্রিপরিষদের এই সচিব বলেন, “আইনে যা বর্ণিত আছে ঠিক সেভাবেই হচ্ছে।”
এছাড়াও শনিবার আবার কথা হবে বলে জানান মন্ত্রিপরিষদের ওএই সচিব।